ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ত্রিশালের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, ওস্তাদ আমজাদ হোসেন (৭৫) চলে গেলেন না ফেরার দেশে। তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গতকাল রবিবার দুপুরে নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিনই মাগরিব বাদ ত্রিশাল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশালে ওস্তাদ আমজাদ হোসেন আজীবন নজরুল সঙ্গীতের উপর চর্চার পাশাপাশি অসংখ্য শিল্পী তৈরী করে গেছেন। এ সঙ্গীতজ্ঞের মৃত্যুতে ত্রিশাল প্রতিদিন পরিবার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।