জাককাইনবিতে জাতীয় শোক দিবস পালন

ফকরুদ্দীন আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

২৮আগস্ট বুধবার গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ. এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভাটি হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমাটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।

স্বাগত বক্তা ছিলেন, প্রফেসর ড.সুব্রত কুমার দে,ধন্যবাদজ্ঞাপনে ছিলেন, বিশ্ব বিদ্যালয় রেজিস্ট্রার ড.হুমায়ুন কবীর। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।

ত্রিশালপ্রতিদিন/মোমিন-তালুকদার