রাখাল বিশ্বাস, কেন্দুয়াঃ নেত্রকোণার কেন্দুয়ায় বাল্য বিয়ে ঠেকাতে গভীর রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম।
১০ হাজার টাকা প্রদান করে মুক্তি পান বরের পিতা উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়া। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খবর পেয়ে শুক্রবার(২২ নভেম্বর) গভীর রাতে পুলিশসহ চাঁন মিয়ার বাড়িতে গেলে বাল্যবধু প্বার্শবর্তী নান্দাইল উপজেলার জলহরি গ্রামের সুরুজ মিয়ার কণ্যা নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা(১৪) কে নোটারী পাবলিকে মাধ্যমে বিয়ের দাবি করে বাড়িতে আনুষ্ঠানিকতা করতে দেখা যায়।এসময় বর পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্কুলছাত্রী ফাহিমাকে পিতার জিম্মায় দেয়া হয় এবং বাল্য বিয়ের আয়োজনের অপরাধে বরের পিতা চাঁন মিয়াকে ১০ হাজার জরিমানা করা হয়।