গফরগাঁওয়ে স্কুল ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করলেন শিক্ষক

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহের গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে কোচিং ক্লাসে খাতা না আনার অপরাধে পিটিয়ে অজ্ঞান করেছেন ওই বিদ্যালয়ের এক শিক্ষক।

জানা গেছে, পৌর শহরের খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বুধবার সকাল ৯টার দিকে নবম শ্রেনীর ছাত্রী সাথিয়া নওশিন চৈতী খাতা না আনায় কোচিং ক্লাসে তাকে ষ্টিলের স্কেল দিয়ে বেধড়ক পেটান বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাহমুদুর রহমান মকিম। এতে সে অজ্ঞান পয়ে পড়ে। পরে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ছাত্রটির মা আয়েশা আক্তার জানান, তার মেয়ে চৈতীকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান মকিম অভিযোগ অস্বীকার করে বলেন, খাতায় পাতা না থাকায় মেয়েটিকে আমি বকাঝকা করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক জানান, খবর পেয়ে আমি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

জানা গেছে, খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের একাধিক শিক্ষক বিদ্যালয়ের ক্লাসরুম সমূহে মাসিক পনের’শ টাকা বেতন একাধিক কোচিং পরিচালনা করে থাকে।