আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল পাকিস্তান-ভারত

ত্রিশাল প্রতিদিন স্পোর্টস ডেস্ক:: ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই তাতানো এক লড়াই। হোক না তা বিরাট কোহলিকে ছাড়া! ভেতরটা নতুন করে সাজানো-গোছানো হলেও তাদের পোশাকি লড়াইয়ে উত্তেজনার রেণু ছড়াতে বেশি সময় লাগে না। বেশ কয়েকদিন ধরে তেমন আভাস মিলেছে মাঠের বাইরেই। অবশেষে প্রতীক্ষার পালা শেষ হতে চলেছে আজ। এশিয়া কাপের গ্রুপ পর্বে বুধবার বিকাল সাড়ে ৫টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে রোহিত শর্মার দল। ম্যাচটি দেখাবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা।

দুই দলই এখন সুপার ফোরের জন্য বিবেচিত। তাই আপাতদৃষ্টিতে ম্যাচটায় লেগেছে ডেড রাবারের তকমা। তবে দলটা যে ভারত ও পাকিস্তান! দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয় না বলে তাদের তাতানো লড়াইয়ে ডেড রাবার ফিরে পায় প্রাণ।অথচ কিছু দিন আগেও দুই দলের অসম বিভাগের ভারসাম্যে পার্থক্য দেখা যেত অনেক। কিন্তু এবার দুই দলের নতুনত্বে জমজমাট লড়াইয়ের সেই ঝাঁজটা দেখা যেতে পারে আজ।