কাতার প্রবাসীদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আতঙ্কের দিন শেষ

কাতার প্রবাসীদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আতঙ্কের দিন শেষ

জাকারীয়া খালিদ:: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমন। এখন পর্যন্ত প্রায় ১৫৩ টা দেশে ১ লক্ষ ৫০ হাজার ৬৪৮ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৫৬১৯ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে এখন পর্যন্ত সুস্থ্য হয়ে ফিরেছে ৭৩৭৩৪ জন মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত কাতারে ৩৪১ জন করোনা আক্রান্ত রুগী সনাক্ত হয়েছে।

এরই প্রেক্ষিতে কাতারজুড়ে হাত পরিষ্কার করার হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক চাহিদা বেড়ে গিয়েছে। কাতারের বিভিন্ন মার্কেটগুলিতে ঘুরে দেখা গিয়েছে সবকিছু পর্যাপ্ত পরিমানে থাকলেও হ্যান্ড স্যানিটাইজারের তাক গুলি ফাঁকা পড়ে আছে।

তবে কাতার প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে বাইয়ো ক্লিন নামক হ্যান্ড স্যানিটাইজার কোম্পানি। এই কোম্পানি কাতারেই তৈরী করছে পর্যাপ্ত পরিমানে উন্নত মানের হ্যান্ড স্যানিটাইজার।

ইতিমধ্যে কাতারের বিভিন্ন শপিংমলের তাকে শোভা পাচ্ছে মেইড ইন কাতার হ্যান্ড স্যানিটাইজার। কয়েক ধরনের বোতলে পাওয়া যাচ্ছে এই স্যানিটাইজার। বিক্রয় মূল্য ৯ রিয়েল থেকে শুরু করে ৩৬ রিয়েল পর্যন্ত। আতঙ্কিত না হয়ে হাতের কাছের শপিং মল থেকে সংগ্রহ করুন আপনার প্রয়োজন মতো হ্যান্ড স্যানিটাইজার।