ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: কাতারে চালু হতে যাচ্ছে মেট্রো রেলের আরও একটি লাইন। এই লাইনের নাম দেয়া হয়েছে গোল্ড লাইন। আগামীকাল ২১ নভেম্বর বৃহস্পতিবার এই লাইনের উদ্ভোধন করা হবে। এই লাইন চালু হলে আরও বেশি সংখ্যক মানুষ স্বল্প খরচে ও দ্রুত সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাবেন।
রাস আবু আবুদ স্টেশন থেকে আজিজিয়া পর্যন্ত মোট ১১ টি স্টেশন নিয়ে এই লাইন চালু করা হচ্ছে। বর্তমানে চালু থাকা রেড লাইনের গোল্ড লাইনেরও একই রকম সময়সূচি রাখা হয়েছে।
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত এই লাইনে ভ্রমন করা যাবে।
যেসব স্টেশন গুলিতে গোল্ড লাইনের মেট্রো থামবে সেগুলি হলো: ন্যাশনাল মিউজিয়াম, সুক ওয়াকিফ, মুশাইরিব, বিন মাহমুদ, আল সাদ, জুওয়ান, আল সুদান, আল ওয়াব ও স্পোর্টস সিটি। এগুলির মধ্যে মুশাইরিব স্টেশনে নেমে যাত্রীরা চাইলে গোল্ড লাইন থেকে রেড লাইনেও যেতে পারবেন।
বর্তমানে রেড লাইনে থাকা বাস সুবিধা গোল্ড লাইনেও চালু থাকবে।