আনন্দ মোহন কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ

শামিম ইশতিয়াকঃ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আমান উল্লাহ কে  সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চাকরি করে আসছিলেন।

প্রফেসর মোঃ আমান উল্লাহ আনন্দ মোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৯৩ থেকে  এবং ২০২১ থেকে অদ্যাবধি আনন্দ মোহন  কলেজে শিক্ষক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তিনি ছাত্র জীবনে ফুলবাড়ীয়া হাইস্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি পরে আনন্দ মোহন কলেজ থেকে ১৯৮৫সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে  ১৯৮৫-৮৬ সেশনে রাষ্টবিজ্ঞানে অনার্স ও ১৯৯১সনে মাষ্টার্স সম্পন্ন করে ১৯৯৩ সালে নভেম্বরে ১৪তম বিসিএস এর মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তাঁর প্রথম যোগদানকৃত কর্মস্থল ছিল সরকারি আনন্দ মোহন কলেজে।তার ২৮বছর চাকরি জীবনের ২৫ বছরই আনন্দ মোহন কলেজে অতিবাহিত করেছেন। এছাড়াও তিনি একে একে শেরপুর সরকারি কলেজ, মুক্তাগাছা সরকারি কলেজ,কুমিল্লা ডেবিডদার কলেজ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দায়িত্ব পালন করেন।

উনার জন্ম স্থান ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের চাদপুর গ্রামে ।