ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: চীনে এমন একটি গ্রাম আছে যা উন্নত দেশের যেকোনও শহরের যাতায়াত ব্যবস্থাকেও হার মানাবে। ওই গ্রামের প্রতিটি মানুষেরই যাতায়াতের জন্য আছে ব্যক্তিগত হেলিকপ্টার। চীনের ওই গ্রামের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। ওই গ্রামের প্রধান যাতায়াত ব্যবস্থাই হলো আকাশপথের যাতায়াত ব্যবস্থা।
ওই গ্রামের প্রতিটি মানুষের গড়এ ১০ লাখ ইউয়ান ব্যাংক একাউন্টে জমা আছে। যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি আট লক্ষ টাকা।
চীনের এই আশ্চর্য গ্রামটির নাম হুয়াক্সি। দেশটির জিয়াংসু প্রভিন্সের পূর্বে রয়েছে এই গ্রামটি। এই গ্রামটিই চীনের সবচেয়ে ধনী গ্রাম হিসাবে দেশ-বিদেশে পরিচিত।