লেখক- মো. ফিরোজ খান
জন্ম আমার বাংলাদেশের লাল সবুজের বুকে, আমার পরিচয় আমি বাংলার কৃষকের সন্তান, মাঠে-ঘাটে ছুটে বেড়াই দুষ্টুমি করে মাঠে বেড়াই, খেলাধুলায় মন ভরে যেতো দূর সবুজের মাঠে।
সকাল বিকাল ছুটে বেড়াতাম হাতে নিয়ে কাঁচি, মন ভরে যেতো ফসল নিয়ে ফিরতাম যখন ঘরে, অনেক সুখের স্বর্গ ছিলো গ্ৰামের মাটির বুকে, হাজার রকম গাছ গাছালি ছিলো গ্ৰাম জুড়ে।
গর্ব করি আজও আমি জন্মেছি বলে কৃষকের ঘরে, সুখের ছোঁয়া খুঁজে পেতাম বাংলাদেশের তরে, সকাল হলে ছুটে যেতেন কৃষক লাঙ্গল কাঁধে নিয়ে, মনের সুখে চাষ করিতেন ফসল তুলতেন ঘরে।
হারিয়ে গেছে সুখের দিনগুলো ভাবি আজ বসে বসে, সুন্দর শ্যামল সবুজের দেশ দেখিনি কোনো দেশে, জন্ম আমার স্বার্থক মাগো জন্মনিয়ে কৃষকের ঘরে, ফসল ভরা মাঠ দেখে আনন্দে জুড়াতাম প্রাণ।