এস.এম ফজলে রশীদঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত দুখু মিয়া বিদ্যানিকেতন (বটতলা) ঝড়ে বিধ্বস্থ হওয়ার প্রায় এক যুগ পরেও ক্লাসরুমগুলোর সংস্কার করা হয়নি।
বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশীদ জানান, ক্লাসরুমগুলো ধসে পড়ার পর একটি মাঝারি পরিমাপের দোতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এ ভবনেই প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী চাপাচাপি করে ক্লাস করে আসছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন অবস্থিত দুখু মিয়া বিদ্যানিকেতন। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে প্রিয় কবির স্মৃতিবিজড়িত স্থানগুলো দেখার জন্য। তাই বিদ্যানিকেতনটি নতুন কলেবরে রূপান্তরিত করা জরুরী বলে মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য দুখু মিয়া বিদ্যানিকেতন মাঠে ও পাশেই বট গাছের নিচে বসে তৎ সময়ের কিশোর দুখু মিয়া আপন মনে বাঁশী বাজাতেন। আর এ স্মৃতিকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য স্থানীয় কবিপ্রেমীরা ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন দুখু মিয়া বিদ্যানিকেতন।