ওমরাহ করতে গেলেন সাকিব আল হাসান

নিউজ ডেস্কঃ ক্রিকেট থেকে আপাতত এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। সপ্তাহ দুয়েক আগে আইসিসি থেকে এই শাস্তি দেয়ার পর অনেক জায়গা গুজব ছড়ায় দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটি শুধু গুজবেই পরিণত হয়েছে। দেশেই ছিলেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। অবসর সময়ে এবার পবিত্র ওমরাহ করতে গেলেন তিনি। এ উদ্দেশ্যে বৃহস্পতিবার মধ্যরাতের ফ্লাইটে সৌদি আরবে রওনা দেন সাকিব।

দেশের মাটিতে বিগত কিছুদিন বেশ ব্যস্ততার মাঝে কেটেছে সাকিবের। সাকিবের ওমরাহ করতে যাওয়ার ব্যাপার নিশ্চিত করেন ওয়াসিম খান। জাতীয় দলের যেকোনো ক্রিকেটার দেশের বাইরে যাওয়ার সময় তাদের পাশে সবসময় থাকেন তিনি।

বিমানবন্দরে ক্রিকেটারদের লজিস্টিক সহায়তার ব্যাপারটি দীর্ঘদিন দায়িত্বের সঙ্গে নিয়মিত পালন করে আসছেন ওয়াসিম খান। তিনি রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন। সেখানে তিনি লিখেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইলো।

মাঝের সময়ে নানামুখী কাজে ব্যস্ত ছিলেন সাকিব। ফুটবল মাঠে ভালোই ব্যস্ত ছিলেন। এছাড়া দেশের ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মানসূচক পুরষ্কারও পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন তিনি।