ফুলবাড়িয়ায় সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আনিসুর রহমান,নিজস্ব প্রতিবেদকঃ  ফুলবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকাটি ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৩১শে অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালিতে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর,ফুলবাড়িয়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ হারুন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জায়েদা মডেল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

র্যালী শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর,উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান খান, উপজেলা মৎস কর্মকর্ত মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ  ফিরোজ তালুকদার পিপিএম (বার), উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি পারভীন আক্তার রেবা, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব  আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব ফুলবাড়ীয়ার সভাপতি এস.এম. গোলাম ফারুক আকন্দ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সুজন রতন দে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ, যুব উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ, ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মোঃ নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন, সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদুর রহমান শাওন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম (মুন্না), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ হযরত আলী, ফুলবাড়ীয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, সাংবাদিক রফিক আহমেদ মিঠু, কবির উদ্দিন সরকার হারুন, মোঃ আঃ হালিম, মোঃ নজরুল ইসলাম মাস্টার, শেখ সাদী, মাহবুবুল আলম জুয়েল, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ আঃ জব্বার, মোঃ শহিদুল ইসলাম, আল-আমিন, শামীম আহমেদ নিলু, আঃ কাদের আকন্দ প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার  সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খান।