জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাটঃ ময়মনসিংহের হালুয়াঘাটের তেলিখালী সিমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা ভারতীয় এগার হাজার রুপিসহ এক মুদ্রাপাচারকারীকে আটক করেছেন। আটককৃত মুদ্রাপাচারকারী হলেন, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ধনভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার পুত্র রায়হান মিয়া (১৯)।
জানা যায়, ৩৯ বিজিবি’র সি কোম্পানীর তেলিখালী সিমান্ত ফাড়ির সুবেদার হারুণ অর রশিদের নেতৃত্বে টহল বিজিবির সদস্যরা ধনভাঙ্গা সিমান্তের মেইন পিলার ১১২১ এর সংলগ্ন স্থান থেকে ১১ হাজার ভারতীয় রুপিসহ উক্ত মুদ্রাপাচারকারী রায়হান মিয়াকে আটক করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গতকাল বিজিবি কর্তৃক ভারতীয় রুপিসহ আটককৃত মুদ্রাপাচারকারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। এ ঘটনায় হালুয়াঘাট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় বলে জানান।