বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দায়ে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংক করপোরেশন (আরসিবিসি) এর সাবেক কর্মকর্তা মায়া সান্তোস দেগিতোকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বৃহস্পতিবার ফিলিপাইনের মাকাতি আঞ্চলিক আদালতের বিচারক সিজার উনতালান এক রায়ে এই ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, ওই রায়ে মুদ্রা পাচারের (মানি লন্ডারিং) আট দফা অভিযোগে দেগিতোকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। প্রতিটি ধারায় তার ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। একই সাথে তাকে জরিমানা করার আদেশ দিয়েছে আদালত। এই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ১০ কোটি ৯০ লাখ ডলার।
প্রসঙ্গত, তিন বছর আগে বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ চুরির ঘটনা ঘটে। ওই সাইবার চুরির ঘটনায় এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হলো।
সূত্র : রয়টার্স