মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ অপেক্ষার পালা শেষ, আজ শনিবার রাত পোহালেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ ভোট। আগামীকাল রবিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সব দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের নির্বাচন।
এবার ভোটের লড়াই হচ্ছে মূলত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের। আগামীকাল অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত ভোটের মাধ্যমে নির্ধারণ হবে কোন জোট ক্ষমতাসীন হবে। ভোটের দিন শেষ হওয়ার পর রাত যত গভীর হতে থাকবে, ততই পরিষ্কার হয়ে আসবে এ প্রশ্নের উত্তর। একে একে আসতে থাকবে ফল; মিলবে জবাব, আগামী ৫ বছর দেশ পরিচালনার ভার কোন জোটের সম্ভাব্য কার হাতে থাকবে?
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একযোগে ভোটগ্রহণ চলবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের মহাজোট মনোনিত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানিকে আগামিকাল রবিবার (৩০ ডিসেম্বর ২০১৮) ইং তারিখে নৌকা প্রতিকে ভোট দিয়ে সারাদেশের ন্যায় ত্রিশালেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার আহবান জানান, উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবীর সরকার। তিনি বর্ণমেলানিউজ২৪.কম এর এই প্রতিবেদককে আরও বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। নৌকা ছাড়া এতো উন্নয়ন কেউ করতে পারেনি। নৌকা বিজয়ী হলে উপজেলাবাসীর সকল প্রত্যাশা পূরণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নে বিশ্বে রোল মডেল। দেশ এখন উন্নয়নের ঐতিহাসিক দিকসন্ধিক্ষণে দাঁড়িয়ে। উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। দল-মত ও বিভক্তির ঊর্ধ্বে উঠে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
মহাজোট মনোনিত প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসনটিতে সংসদ সদস্য থাকা সময়ে যে উল্লেখযোগ্য অবদান গুলো ত্রিশালবাসী আজও শ্রদ্ধাভরে স্মরন করে। সাবেক সংসদ সদস্য ত্রিশালের জনমানুষের নেতা রুহুল আমীন মাদানী। তিনি আজও ত্রিশালবাসীর অতিনিকটেই আছেন। সেই সাথে তিনি ত্রিশালবাসী এবং একটি ত্রিশাল বোট ব্যাংক তা তিনি অজর্ন করেছেন ত্রিশালবাসীর ভাল বাসা দিয়ে। সাবেক জনপ্রিয় এই সংসদ সদস্যকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করতে উপজেলাবাসী আওয়াজ তুলছেন। মনোনয়ন প্রাপ্তি জননেত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে। সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী আওয়ামীলীগের একজন ভোটযুদ্ধার প্রার্থী সুতরাং উনাকে আগামিকাল রবিবার বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে হবে। মহাজোটের নৌকার মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও আ’লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়েছে। উপজেলার প্রতিটি ১২টি ইউনিয়নের সকল কেন্দ্রে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নির্বাচনী সকল কার্যক্রম শেষ করা হয়েছে।
এ আসনে আলোচনায় প্রথমে জাপার কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ নির্বাচন করার কথা থাকলেও সম্প্রতি তিনি আ’লীগ প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন। এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন আলহাজ্ব মাওলানা আজিজুল হক।
মহাজোট প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানী জানান, আ’লীগের ঘাটি হিসেবে খ্যাত ত্রিশালের ভোটারগণ অপেক্ষায় আাছে, ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে তাঁরা নৌকাকে বিজয়ী করবেন বলে তিনি আশা করেন।
ঐক্যফ্রন্ট প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন জানান, মামলা, হামলা ও গ্রেপ্তার আতঙ্করে মধ্যেও দলীয় নেতা-কর্মীরা ধানের শীষের বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে ব্যালট বিপ্লবে বিজয়ে আশাবাদী তিনিও।
ইসলামি আন্দোলনের প্রার্থী মাওলনা আজিজুল হক জানান, হাতপাখা’র ব্যাপক প্রচারনা হয়েছে, ভোটারদেরও সারা পেয়েছি, সুষ্ঠু নির্বাচন হলে ইনশা-আল্লআহ বিজয়ী হবো।
ময়মনসিংহ জেলার ১১টি নির্বাচনী আসন……………….
ময়মনসিংহ জেলার ১১টি নির্বাচনী আসনে সর্বমোট প্রার্থী ৫৬ জন। মোট ভোটার ৩৫ লাখ ৫১ হাজার ৮ শত ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ লাখ ৯৩ হাজার ৬ শত ৯৭ জন আর মহিলা ভোটার ১৮ লাখ ৫৮ হাজার ১শ ৩৫ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী আসন ত্রিশাল। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭হাজার ৫শ ২২জন। এর মধ্যে পুরুষ ১লাখ ৬২হাজার ৫৫জন ও মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪শ ৬৭জন।
জেলার ১১টি আসনে ১ হাজার ৩শ ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটকক্ষের সংখ্যা ৬ হাজার ৯শ ৮৬টি। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে মোট প্রার্থী আওয়ামী লীগ-বিএনপিসহ ৩ জন। ময়মনসিংহ-২ ফুলপুর ও তারাকান্দা আসনে মোট প্রার্থী ৪ জন। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মোট প্রার্থী ৬ জন। ময়মনসিংহ-৪ সদর আসনে মোট প্রার্থী ৫ জন। ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে প্রার্থী ৭ জন। ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে মোট প্রার্থী ৬ জন। ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মোট প্রার্থীর সংখ্যা ৪ জন। ময়মনসিংহ-৮ ঈশ^^রগঞ্জে প্রার্থীর সংখ্যা ৬ জন। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মোট প্রার্থীর সংখ্যা ৬ জন। ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে মোট প্রার্থী সংখ্যা ৫ জন। ময়মনসিংহ-১১ ভালুকা আসনে মোট প্রার্থী সংখ্যা ৪ জন।