বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলামকে রবিবার চোখ বাধা অবস্থায় রবিবার পাওয়া যায়।
তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করেন গত পরশু রাতে রাষ্ট্রীয় কোন এক বাহিনী তাঁকে তুলে নিয়ে যায়। তিনি বলেন, “আমাকে নেওয়ার পরে আমার হাত ও পায়ে আঘাত করা হয়। সেখানে এখনও রক্ত জমাট (বেঁধে) আছে।” এখন তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান ।
তিনি আরও বলেন, “আমাকে নির্যাতন করার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আজ সকালে পুর্বাচল- আশুলিয়া এলাকায় একটি ব্রিজের পাশে নিজেকে আবিষ্কার করি।”
তিনি আরো জানান, তাঁকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি নিজে দেখতে পাননি। তবে পরে যেই এলাকা থেকে তাঁকে তুলে নেয়া হয়, সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি শুনেছেন সেখানে পুলিশ, র্যাব ও বিজিবির গাড়ি দাঁড় করানো ছিল। তাঁকে তুলে নেওয়ার পর যে বাড়িতে তিনি অবস্থান করছিলেন সেই বাড়িটি আইন শৃঙ্খলা বাহিনীর ‘তত্ত্বাবধানে’ ছিল বলেও দাবী করেন তিনি।
তিনি আরও বলেন, “…জিজ্ঞাসাবাদ খুব বেশিদূর এগোয়নি। আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে…আমি জ্ঞান হারিয়ে ফেলি।”
তথ্যসূত-ভয়েস অফ আমেরিকা