জাককানইবি প্রতিনিধি::জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং বাকৃবি’র সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম কালো পতাকা উত্তোলন করেন।
শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর বিজয় স্তম্ভ ‘চির উন্নত মম শির’- এ পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।
পরে উপাচার্যের নেতৃত্বে এক শোক র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রগতিশীল ছাত্র প্রতিনিধি মো. নজরুল ইসলাম বাবু এবং মো. রাকিবুল হাসান রাকিব। স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটি- ২০১৮ এর সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। আলোচনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম।