ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন-সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সমবায়ের মাধ্যমেই সম্ভব।
শনিবার (৫নভেম্বর) সকাল ১০ টায় ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ সমবায় বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যে আয়োজিত ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মেয়র বলেন, স্বাধীনতা পরবর্তীকালে দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতির পিতা গণমুখী সমবায় উন্নয়নের ডাক দিয়েছিলেন। ‘৭৫ এ জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে ইতিহাসের ছন্দপতন না হলে সমবায়ীদের বর্তমান সমস্যা থাকতো না।
মেয়র তার বক্তব্যে সমবায়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে তুলে ধরেন৷ তিনি আরও জানান সমবায়ের ধারণাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনও প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
ময়মনসিংহের বিভাগীয় যুগ্মনিবন্ধক মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমবায় কর্মকর্তা মোঃ রবিন ইসলাম। ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া, আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে ০৯ টায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি কাচারি মোড় থেকে শুরু হয়ে নতুন বাজার ও টাউনহল মোড় প্রদক্ষিণ করে কাচারি মোড়ে শেষ হয়।