ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভজ্যতেলের দাম নিয়ন্ত্রনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। রবিবার বিকেলে ত্রিশাল পৌরসভার বাজারে ভজ্যতেলের দাম বৃদ্ধি ও ধুমপান তামাক দ্রব্য নিয়ন্ত্রণে ৪টি মামলায়১২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মাঝে দরিরামপুর বাসষ্ট্যন্ড এলাকায় সিগেরেট বিজ্ঞাপন জুলানোর দায়ে ১হাজার করে ২হাজার অপর দুটি মামলা ত্রিশাল পৌর বাজারের মোদকপট্টী তৈল বেশি টাকায় বিক্রি করায় ৫হাজার করে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর এবি ছিদ্দিক, তামাক দ্রব্য নিয়ন্ত্রন সংস্থা এর ফিল্ড অফিসার মিজানুর রহমান। ত্রিশাল থানা পুলিশ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে।