হজ যাত্রীদের সুরক্ষার জন্য করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ তথা সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একত্র হয় মক্কায়।বৈষিকমহামারী করোনার নতুন  ওমিক্রন ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রত ছড়িয়ে পড়ছে । ওমিক্রনের সংক্রামন থেকে হজ যাত্রীদের সুরক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

১৯ ডিসেম্বর (রোববার )জাতীয় সংসদ ভবনে কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ। বৈঠকে আরও অংশ নেন ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।