ঘাগড়ায় আবারো চেয়ারম্যান সাজুর নৌকার যাত্রী হতে ঐক্যবদ্ধ  উজান ঘাগড়া বাসি

আরিফ রববানী, ময়মনসিংহঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন চেয়ারম্যান  পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  বর্তমান সফল ও জনবান্ধব  চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান সরকার সাজু কে তৃতীয়বার আবারও চেয়ারম্যান সাজুর পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নের নং ওয়ার্ড উজান ঘাগড়ার ভোটাররা।

 সোমবার (২৫শে অক্টোবর) সন্ধায় এব্যাপারে  মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মতবিনিময় সভায় উজান ঘাগড়ার ভোটাররা আবারও  চেয়ারম্যান সাজুর পাশে থেকে তৃতীয়বারের মত তাকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলেন সাজু ভাই আমাদের সাধারণ জনতার পাশে সর্বদায় থাকেন।আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি শ্রমিক অসহায় মানুষের বিপদের সাথী।বিগত দিনে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা সত্ত্বেও তিনি ক্ষমতার অপব্যবহার করে কাউকে হয়রানিও করেননি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ায় তারা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- একজন জনপ্রতিনিধি হিসাবে সকল সাজু ভাইয়ের সকল যোগ্যতা রয়েছে।অতীত ও বর্তমান মূল্যায়ন করে তাকেই আমরা আবারও বিজয়ী করবো, আমরা তার পক্ষে সবাই একাট্রা হয়ে কাজ করবো।

চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু তার বক্তব্যে বলেন- বৃহৎ ও ক্ষমতাসীন দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবেন এটাই স্বাভাবিক। যারা মাঠে কাজ করছেন তারা আমাদেরই ভাই বন্ধু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। বিগত দিনে আমি আওয়ামী লীগের সভাপতি  পদে দায়িত্ব পালনের পাশাপাশি  আওয়ামী লীগের চেয়ারম্যান হিসাব দায়িত্বে রয়েছি, তবে আমি আওয়ামী লীগের সভাপতি  পদে থাকলেও নির্দলীয় ভাবে সকলের সেবা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  পদে আবারও  দলীয় প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি,দলমত নির্বিশেষে  আমাকে অবশ্যই  মূল্যায়ন করবেন এমনটাই আশা করছি।

তিনি বলেন- আবারো নির্বাচিত হলে চেয়ারম্যান  উন্নয়নের চলমান ধারা অব্যাহত রেখে আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনাকে মডেল ও উন্নত ঘাগড়া ইউনিয়ন  উপহার দিতে সক্ষম হবো। ইউনিয়নকে  মাদক, চাঁদাবাজ ও ইভটিজিংমুক্ত আধুনিক এবং শিক্ষাবান্ধব ইউনিয়ন গড়ে তুলবো।ইউনিয়নবাসীর  সকল নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করা হবে। মানুষের খাদেম হয়ে সেবা করবো।

এসময় অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।