দেশে শুক্রবার ভোর থেকে দ্রুতগতির ইন্টারনেট সংযোগে বিঘ্ন

দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগে প্রতিবন্ধকতার  খবর আসছে। মোবাইল অপারেটরা বলছে, আজ শুক্রবার ভোর ০৫ টা থেকে মোবাইলে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘কারিগরি ত্রুটির  কারণে এটা হয়ে থাকতে পারে।  তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

আজ সকালে খুলনা,ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর থেকে মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না । তবে বাসায় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট পাচ্ছেন। গত বুধবার  কুমিল্লায় প্রথম দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।