মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকীতে রবিবার ১৫ আগস্ট সকালে সকল সরকারি, আধা-সরকারি স্বায়তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কোরআন খতম এর মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, ওসি তদন্ত সুমন চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন , উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর আনাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারুন-অর-রশিদ রশিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা পরিষদের সামনে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা হয় এবং বৃক্ষরোপন করা হয়।