করোনাভাইরাসের ভেকসিনের জন্য সরকার বয়সের সীমাবদ্ধতা শিথিল করে ২৫ বছর করেছে। টিকার নিবন্ধন সাইট “সুরক্ষা”তে এখন দেশের ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা ভেকসিনের নিবন্ধন করতে পারবেন।
গত ০৭ই ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরুর বয়সসীমা ছিল ৫৫ বছর। ০৮ই ফেব্রুয়ারি থেকে ৪০ বছর এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর সর্বশেষ ১৯ জুলাই থেকে ৩০ বছর বয়সীরাও নিবন্ধন করতে পেরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৮শে জুলাই পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ০১ কোটি ৩৬ লাখ মানুষ। প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন।
দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।