ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: কাতার রাজধানী দোহায় অবৈধভাবে মদ বিক্রির অপরাধে দুই প্রবাাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভাগ এই দুই এশিয়ানকে দোহার একটি আবাসিক বাসা থেকে গ্রেপ্তার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, কিছু লোক আল মাতার এলাকার একটি বাসায় মদ বিক্রি করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বাসা থেকে ভিন্ন ব্রান্ডের বিপুল পরিমান মদের বোতল উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে, গ্রেপ্তারকৃতদের পরবর্তী কার্যক্রমের জন্য পাবলিক প্রসিকিউশনের হাতে সোপর্দ করা হয়েছে। কাতারের রীতি অনুযায়ী তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একই ধরণের অভিযানে অবৈধভাবে মদ বিক্রির অপরাধে মুশাইরিব এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছিল।