ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।
এসময় গাঁজা পাচারের অভিযোগে মাইক্রোবাসটির চালকসহ তিনজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার পরিমাণ একশ’ ৮০ কেজি।
শনিবার সকাল সাতটার দিকে উপজেলার কাইউমপুর ইউনিয়নের কামালপুরে অভিযান চালিয়ে গাঁজাভর্তি মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লার দেবীদ্বারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. রিপন (২৪), কসবার কামালপুরের চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরার আবুল হোসেনের ছেলে গিয়াস (২২)।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃণাল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাইউমপুর ইউনিয়নের কামালপুরে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ- ১৫-৯৮০২) কামালপুর হাজি মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়ক দিয়ে গ্রামের ভেতর থেকে বের হচ্ছিল।
এসময় পুলিশ মাইক্রোবাসটিকে আটক করে তল্লাশি করলে একশ’ ৮০ কেজি গাঁজা পাওয়া যায়। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ড্রাইভারসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মৃণাল দেবনাথ।