ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: কিছুদিন ধরেই করোনা ভাইরাস আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে চীনাদের। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত মানুষ রাস্তায় পড়ে থাকার দৃশ্য দেখা গেছে। এবার রাস্তায় রাস্তায় কুকুর-বিড়ালের মৃতদেহ দেখা যাচ্ছে।
তবে কুকুর-বিড়াল বা পোষা প্রাণী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এমনটি নয়। দেশটিতে হঠাৎ করেই গুজব ছড়িয়েছে পোষা প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। ফলে মানুষ তাদের ঘরের প্রাণীকে হত্যা করছে। বেশিরভাগ মানুষ বহুতল ভবন থেকে তাদের পোষ্য প্রাণী রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছে। প্রাণীগুলো সেখানেই মরে পড়ে থাকছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সান বিষয়টি নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশ থেকে এই প্রাণী হত্যার শুরু হয়েছে। তবে তা ইতিমধ্যে গোটা চীনেই ছড়িয়ে পড়েছে।
চীন থেকে এমন বেশ কিছু ছবি পাওয়া গেছে যা মর্মান্তিক। কুকুর-বিড়ালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে দেশটির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায়।