৫ম বর্ষে পদার্পণ করল সঞ্জীবন যুব সংস্থা

নিজস্ব প্রতিবেদক: সমাজসেবামূলক স্বেচ্ছাসেবাধর্মী প্রতিষ্ঠান সঞ্জীবন যুব সংস্থার চতুর্ষ বর্ষপূর্তি আজ। “সমাজের তরে, মানুষের পাশে” – স্লোগানকে ধারণ করে ২০১৭ সালের ১০ মার্চ ময়মনসিংহ শহরের মোহাম্মদ আলী রোডের এক বাসায় আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করে অলাভজনক এই প্রতিষ্ঠানটি।

বিশ্বে চলমান মহামারী, ‘কোভিড-১৯’ ভাইরাসের প্রকোপে সারা দেশের মানুষের জীবনযাত্রা যখন স্থবির হয়ে পড়েছিলো, তখনও আশার আলো নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছে যে কয়টি সামাজিক প্রতিষ্ঠান, তাঁদের মধ্যে অগ্রগণ্য সংগঠন সঞ্জীবন। দেশের ক্রান্তিলগ্নে প্রতিনিয়ত শ্রম দিয়ে চলেছে এক ঝাঁক স্বাপ্নিক উদ্যমী তরুণদের এই সংগঠন।

কোভিড-১৯ এর দরুণ সৃষ্ট মহামারী সময়কালে স্বীয় পরিধিভূক্ত এলাকায় জীবাণুনাশক স্প্রে প্রয়োগ, বিনামূল্যে হাত ধোয়ার সাবান বিতরণ, অস্থায়ী বেসিন স্থাপন, স্বল্প পরিসরে টেলিমেডিসিন সেবা চালু, স্ব-গৃহে বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও লকডাউনে অসহায় হয়ে পড়া পরিবারের মানুষদের খাদ্যসামগ্রী পৌছে দেয়ার মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করা সঞ্জীবন- দক্ষ নেতৃত্ব এবং সময়োপযোগী কর্ম পরিকল্পনায় এবং তার সফল বাস্তবায়নে প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় দেশের ২৩ টি জেলায় ও ১১ টি বিশ্ববিদ্যালয়ে নিজেদের শাখা স্থাপন করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও পা রেখেছে সঞ্জীবন যুব সংস্থা। শাখা প্রতিষ্ঠা হয়েছে সুদূর চীন দেশে। মাত্র একুশজন নিয়ে পথচলা শুরু করা সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে অতিক্রম করেছে হাজারের উপর। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী। বর্তমান সাধারণ সম্পাদক নূর হোসেন হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করছেন।

মহামারীর প্রকোপের মাঝেই রমজান মাসে প্রথমবারের মতো সীমিত পরিসরে যাকাতের অর্থ অনুদান হিসেবে সংগ্রহ করে অসহায় পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধির জন্য সেলাই মেশিন দান এবং এতিম-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিও রয়েছে তাঁদের করোনা কালীন অর্জনের ঝুলিতে।

এসবের পাশাপাশি শিক্ষানুরাগী তরুণদের অলস সময়কে কাজে লাগাতে ছোটগল্প লিখন প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সাধারণ্যের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছে সঞ্জীবন।

ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সংগঠনের সরকারী নিবন্ধনও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।

কোভিড-১৯ মহামারী মোকাবেলার পাশাপাশি সংগঠনটির বিগত চার বছরের পথ পরিক্রমায় উল্লেখযোগ্য যে কাজগুলো রয়েছেঃ

  • ১। দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে এবং বিনা বিনিময়ে তিন হাজারের বেশি ব্যাগ রক্তদান। দেশের বিভিন্ন স্থানে ব্লাড ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প পরিচালনা।
  • ২। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম এর বিভিন্ন এলাকায় হাজারো বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি।
  • ৩। প্রতি বছর শত-শত দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঈদে ঈদসামগ্রী বিতরণ।
  • ৪। অসহায় পথশিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ।
  • ৫। বৃক্ষরোপণ অভিযান। পাশাপাশি সংগঠনের সদস্যদের মাঝে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের প্রতিযোগিতা।
  • ৬। স্বল্প পরিসরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
  • ৭। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক স্থাপন।
  • ৮। শহর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
  • ৯। দূর্নীতি দূরীকরণ, ডেঙ্গু ভীতি দূরীকরণ ও নিরাপদ সড়কের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন গঠনমূলক বিষয়ের উপর বিভিন্ন শিক্ষামূলক সেমিনার আয়োজন।
  • ১০। স্কিল ডেভেলপিং প্রোগ্রাম আয়োজন।
  • ১১। দুঃস্থদের সঙ্গে ইফতার আয়োজন।

এছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচি নিয়মিত পালন করে আসছে সংগঠনটি।