হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে ডাহরা গ্রামে আজ (৬সেপ্টেম্বর) শুক্রবার সকালে কৃষিবিদ মোঃ মতিউর রহমান (উপ-পরিচালক কিশোরগঞ্জ) সভাপত্বিতে কৃষকদের নিয়ে আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন– কৃষিবিদ কাজী মোঃ সাইফুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষিস্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন -ডঃ মোঃ তৈয়বুর রহমান প্রধান বৈঙ্গানিক কর্মকর্তা ঢাকা,মোঃ নজরুল ইসলাম গবেষণা কর্মকর্তা কৃষি মন্ত্রনালয়, মোঃ আঃহামিদ প্রজেক্টর অফিসার ড্রাগন ফার্টিলাইজার বাংলাদেশ লিমিটেড ও কৃষিবিদ ইমরুল কায়েস হোসেনপুর উপজেলা কৃষি অফিসার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল , মুদাসিল হায়দার আলফা প্রমুখ।