ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: হাকীমপুরি জর্দ্দা নিষিদ্ধ করেছে খাদ্য আদালত। হাকীমপুরি জর্দায় যে লটের পণ্যে ক্ষতিকারক লেড,কেডমিয়াম,ক্রমিয়াম পাওয়া গেছে সেই লটের সমস্ত পণ্য বাজার থেকে উঠিয়ে নেয়ারও নির্দেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।
সোমবার এ আদেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মেহদী পাভেল সুইট। এর আগে বিশুদ্ধ খাদ্য আদালতে হাকীমপুরি জর্দার মালিক হাজী মো: কাউস মিয়াকে আসামী করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ত্রিশাল প্রতিদিনকে জানায়, গত সাত নভেম্বর হাকীমপুরী জর্দার নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা যায় তাতে হেভিমেটাল লেড,কেডমিয়াম ও ক্রমিয়াম রয়েছে। যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই জর্দা গ্রহণকারীর হাড়ক্ষয়,কিডনি,লিভারের সমস্য, চর্মরোগসহ নানা রোগ হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানানো হয়।