মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইন! তারা এই করোনা মহামারিতে জনসচেতনতামূলক ব্যাপক কাজ করেছে যা সর্বমহলে প্রশংসিত! করোনা মহামারিতে জেলা হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত একজন রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিবে সংগঠনটি।
ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার সাহেবের সুযোগ্য সন্তান, তরুণ প্রজন্মের আইকন, মানবতার কল্যাণী, মেধাবী ছাত্রনেতা ”’রিয়েল সরকার”’-এর সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় করোনা ভাইরাসের এই মহামারীর দুঃসময়ে মানুষের পাশে দাড়ানো জন্য তিনটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়।
এব্যাপারে রিয়েল সরকার বলেন, ত্রিশাল উপজেলার বিভিন্ন প্রান্তে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা আজ থেকে আমরা চালু করতে যাচ্ছি ত্রিশাল হেল্পলাইন-এর মাধ্যমে।এই সেবা পেতে কোন ফি বা জামানতের প্রয়োজন নেই। আমাদের কোন সার্ভিস চার্জ নেই। এমনকি নেই কোন যাতায়াত ভাড়া! ডাক্তারের প্রেসক্রিপশন থাকা সাপেক্ষে এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। আমরা আমাদের সাধ্যানুযায়ী এই সেবা দিয়ে যাবো করোনা মহামারির এই দুঃসময়ে।পরবর্তীতে অক্সিজেন সিলিন্ডার আরও বাড়ানো হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, একজনকে ধন্যবাদ না দিলেই নয় আমাদের মাহবুব খোকন ভাই তিনি নিজে আমাকে কল দিয়ে ত্রিশাল হেল্পলাইন-এর জন্য এই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন।
এব্যাপারে ত্রিশাল হেল্পলাইন-এর সভাপতি হামিদুর রহমান সুমন বলেন, আলহামদুলিল্লাহ ত্রিশাল তথা ময়মনসিংহ জেলার মধ্যে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল হেল্পলাইন।করোনা মহামারির শুরু থেকেই আমরা স্বেচ্ছাসেবীরা মাঠে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় রিয়েল সরকার-এর সার্বিক সহযোগিতায় অক্সিজেন ফ্রি সেবা চালু করতে যাচ্ছি। আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
সবার আগে, সবার পাশে এই স্লোগানে এগিয়ে যাবে ত্রিশাল হেল্পলাইন। সবার জন্য অনেক শুভ কামনা রইলো।