সীমানা বিন্যাস করে গেজেট প্রকাশ করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন

নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা বিন্যাস করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৯০ দশমিক ১৭৩ বর্গকিলোমিটার আয়তনের এই সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড রাখা হয়েছে। এই এলাকার মধ্যে আরও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদও সৃষ্টি করা হয়েছে। দেশের দ্বাদশ এই সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ডের এলাকা বিন্যাস করে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, নতুন কোনো করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রজ্ঞাপন জারি ও প্রশাসক নিয়োগ করা হয়েছিল। সে হিসাবে আগামী ১৩ এপ্রিলের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসি এখনও কোনো অনুরোধ পায়নি। তবে মন্ত্রণালয় চাইলে নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত রয়েছে।

গেজেটে নতুন এই সিটি করপোরেশেনের ৩৩টি সাধারণ ও ১১টি নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা আগের মতোই রেখে নতুন আরও ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে। বিলুপ্ত পৌরসভার ২১টি ওয়ার্ডের

বাইরের ওয়ার্ডগুলোর সীমানার মধ্যে ২২নং ওয়ার্ডে বিলুপ্ত বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সম্পূর্ণ অংশ; ২৩নং ওয়ার্ডে সুতিয়াখালী ও বেলতলী; ২৪নং ওয়ার্ডে বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯ ওয়ার্ড এবং ছভাগিয়া ও ছালাকান্দি; ২৫নং ওয়ার্ডে দিঘারকান্দা ও ফকিরাকান্দা; ২৬নং ওয়ার্ডে উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের পূর্বতন ৩নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারীকান্দা; ২৭নং ওয়ার্ডে আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া; ২৮নং ওয়ার্ডে চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অংশ); ২৯নং ওয়ার্ডে উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অংশ), বাদেকল্পা (নাজিম), বাদেকল্পা (রুস্তম), উজানবাড়েরা (আকুয়া ইউনিয়নের পূর্বতন ২নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা; ৩০নং ওয়ার্ডে খাগডহর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৩নং ওয়ার্ডের অংশ); ৩১নং ওয়ার্ডে জেলখানার চর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর; ৩২নং ওয়ার্ডে চরকালিবাড়ি এবং ৩৩নং ওয়ার্ডে চরঝাওগড়া, চরগোবদিয়া ও রঘুরামপুর।

১৭৯১ সালে ময়মনসিংহ জেলার পত্তন হয়। ১৮৬৯ সালে গঠিত হয় ময়মনসিংহ পৌরসভা। গত বছরের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছরের ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়। একই সঙ্গে বিলুপ্ত পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

তথ্য মঃপ্রঃ