মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১জুন বুধবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমসিএইচ-সার্ভিস ইউনিটি, পরিবার পরিকল্পার ব্যবস্থাপনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা’র উপস্থাপনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শেরপুরের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএইচ) ডা: মাহমুদুর রহমান,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডাক্তার রাজীব ডিউক, গাইনি বিশেষঞ্জ ডা: মায়া হোড়, (এমসিএিচ-এফপি) মেডিকেল অফিসার ডা: জুনিয়র তাহের রেনেসাঁ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আতাউর রহমান, আশরাফুল ইসলাম পলাশ, সিএচইচসিপি আবু হানিফ, দিনব্যাপী কর্মশালায় স্বাস্থ্যকর্মি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মি সহ দেড় শতাধিক নারি পুরুষ এতে অংশ গ্রহন করে।