ময়মনসিংহ সিটির উন্নয়ন কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছাতে  ভূমিকা রাখবে নগরবার্তা

আরিফ রববানী,ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরবার্তা’র মোড়ক উন্মোচন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার (২৮শে জুলাই) বিকেল ৪ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র।

নগরবার্তার উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা।

মেয়র আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশন এর এই ত্রৈমাসিক প্রকাশনা। এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার ও অন্যন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউর আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।