ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে এই দৃশ্য দেখা যায়।আজ বিকেল সাড়ে তিনটার দিকে আমি গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড়ে গিয়ে কনফিউজে পড়ে যাই,ভাবলাম আজ কি শুক্রবার নাকি সরকারী কোনো ছুটির দিন,আজ মোড় টা এতো ফাকা কেন?কিছুক্ষণ দাড়িয়ে ভাবতে থাকি এবং লক্ষ্য করে দেখলাম কয়েকজন রোভার স্কাউট সদস্য তারা ট্রাফিক নিয়ন্ত্রনে কাজ করছে।ফুটপাত গুলোতে আজ ফুটপাতের দোকানদাররা বসতে পারে নি।পুরো মার্কেট এলাকা ছিল মোটামুটি ফাকা,পথচারীরা নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারছে।
তাদের মধ্যে একজন মোঃ আলী তানভীর এর সাথে কথা বললে তিনি বলেন তাদের এই সেচ্ছাসেবি কার্যক্রম সকাল ১১টা থেকে শুরু করেছে। তারা নিজে থেকেই এই কার্যক্রম করে যাচ্চে। তাদের ট্রাফিক পুলিশ ও সর্বাত্তক সহযোগিতা করছে।তিনি আরো বলেন,তাদের এই কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলবে।
এই কার্যক্রমে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট,মুকুল নিকেতন স্কুল সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য অংশগ্রহণ করে।তাদের এই কার্যক্রম কে সাধুবাদ জানাই,সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নগরের মানুষের কথা চিন্তা করে ফুটপাতের ভাসমান দোকান গুলো উচ্ছেদ করা হয়।