মোঃ আসাদুল ইসলাম মিন্টু: সারাদেশে জেলা পরিষদ নির্বাচন কে ঘিরে চলছে ব্যাপক জল্পনা কল্পনা।সারাদেশের ন্যায় ময়মনসিংহেও চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা।
আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে ১২ই সেপ্টেম্বর (সোমবার) সাধারণ সদস্য ফরম সংগ্রহ করেন , আশরাফুল আলম সজীব সরকার।
এবার ইভিএম পদ্ধতিতে ময়মনসিংহ সহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে । ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলবে।
সজীব সরকার বলেন, আলহামদুলিল্লাহ আগামী ১৭ই (অক্টোবর) ২০২২ইং ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।
আমি ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পুরুষ ও মহিলা কাউন্সিলর, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা মেম্বার, মোট ১৭২ জন ভোটার সহ সকলের কাছে দোয়া, সর্মথন ও সার্বিক সহযোগিতা চাই।