ময়মনসিংহের সবজি গ্রাম হলো ত্রিশালের রামপুর ইউনিয়ন

ময়মনসিংহে সবজি গ্রাম ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়ন

শামিম ইশতিয়াকঃ মাছে ভাতে আমরা বাঙ্গালী হলেও সবজি আমাদের প্রতিবেলার খোরাক, কীটনাশক ও বিষ প্রয়োগে এই সবজিও নেই নিরাপদ, দেহের পুষ্টির জন্য সবজি যতটা উপকারী ঠিক ততটাই ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক যুক্ত সবজি, ধীর বিষক্রিয়ার মত ধীরে ধীরে যা কাজ করে মানব দেহে, কিন্তু তবুও আমরা ক্ষুদার তাগীদে প্রতিনিয়ত নিচ্ছি এই বিষযুক্ত সবজি।

তাই নিরাপদ ও কীটনাশক মুক্ত সবজি উপহার দিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে গ্রহণ করা হয়েছে কীটনাশক মুক্ত সবজি চাষের প্রকল্প, স্থানীয় কৃষকরা  প্রায় ১০০ একর জমিতে চাষ শুরু করেছে দেশীয় বিভিন্ন সবজি, চোখ ধাধানো সবুজে বিস্তৃত সবজি মাঠের জন্য গ্রামটি পরিচিত হয়ে উঠেছে সবজি গ্রাম হিসেবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিয়মিত ট্রেনিং ও নিরাপদ সবজি চাষের পদ্ধতি নিয়ে কৃষকরা মনোযোগী হচ্ছে সবজি চাষে, পাশাপাশি বিষমুক্ত সবজির বাজার দাম বেশী থাকায় তারা হচ্ছে লাভবান, কৃষকদের স্বাবলম্বী হওয়ার ভিন্ন উপায়ে সবজি গ্রাম যেনো হয়ে উঠবে প্রতিটি কৃষকের আদর্শিক আশির্বাদ।