ভালুকা বাজারে চোরের উপদ্রব, সিসিটিভিতে চোর সনাক্ত

মো: নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার:: ময়মনসিংহের ভালুকার বিভিন্ন বাজারে চোরের উপদ্রপ বেড়ে গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়টি চুরির ঘটনা ঘটেছে। বাজারে থাকা সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে একজন সন্দেহভাজন চোরের ছবি সংগ্রহ করা হয়েছে।

ভালুকা বাজার কমিটি ভালুকা বাজারের সকল ব্যবসায়ী ভাই ও বাজার এলাকার সম্মানিত সকল সচেতন নাগরিকদের দৃষ্টি আর্কষণ করে তাদের সচেতন হওয়ার আহ্ববান জানান।

ধারণা করা হচ্ছে ছবিতে থাকা ব্যাক্তি একজন মাস্টার মাইন্ডের ডিজিটাল চোর! গত কয়েক দিন পূর্বে ভালুকা বাজারে একটি দোকানের তালা খুলে ঐ দোকানের মালা মাল চুরি করে নিয়ে যায় এই ব্যাক্তি। সি সি টিভির ক্যামেরাতে দেখা যায় তার কাছে অনেক রকমের চাবি রয়েছে আর সেই চাবি গুলি ব্যাবহার করে দোকানে লাগানো তালা খুলে ফেলছে।

ভালুকা বাজার কমিটির সহ সাধারণ সম্পাদক এস.এম ফিরোজ আহাম্মেদ এই সন্দেহভাজন চোরকে ধরিয়ে দেয়ার জন্য পুরষ্কার ঘোষনা করেছেন।