আরিফ রববানী, ময়মনসিংহঃকরোনা ভাইরাস পরিস্থিতিতে কারাবন্দী ও কারাগার এর সার্বিক পরিস্থিতি তদারকির জন্য ময়মনসিংহ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এনামুল হক।বুধবার (২৭শে অক্টোবর) দুপুরে তিনি এ কারাগার পরিদর্শন করেন। এ সময় তার সাথে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, সহকারী কমিশনারসহ জেলা সুপার ও কারা কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক পরিদর্শনকালে কোভিড-১৯ পরিস্থিতিতে কারাগারের সার্বিক পরিস্থিতি অবলোকন করেন এবং বন্দীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক এনামুল হক । এ সময় তিনি কারা হাসপাতালের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কারাগারের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরে তিনি জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কারাবন্দীদের কোভিড ভ্যাকসিন প্রদান সহ কারাবন্দীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হাসপাতালের তত্ত্বাবধায়কের সহায়তায় একটি অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করার আশ্বাস প্রদান করেন।
কারাগারে আগত আসামিদের স্বাস্থ্যবিধি মেনে কারাগারে প্রবেশ করানো হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ নেন। তিনি কারাবন্দীদের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন এবং কোভিড মোকাবেলায় নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।