আর্মড পুলিশের অভিযানে ২৪০ ইয়াবাসহ গ্রেফতার ২

আরিফ রববানী, ময়মনসিংহ:  ময়মনসিংহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযান চালিয়ে ২৪০  (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০২২০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামানের সার্বিক দিকনির্দেশনায়  সোমবার (৬ জুন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের কার্যালয়-২ ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার চৌকস অফিসার এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার র্ফোসের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে বিশ্বস্ত সুত্রে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন কালীবাড়ি রোডস্থ বায়তুল নুর মসজিদের পিছনে বাসা নং ১৯/খ জেলরোডস্থ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা  হলেন- নগরীর ৩৩নং কালিবাড়ী বাইলেন এলাকার ছাত্তার খান@ছানামিয়ার ছেলে আব্দুল্লাহ আল মনির@ছোটন(৩৯), মুক্তাগাছার মানকোন বাজার খালপাড় এলাকার শফিকুল ইসলাম এর পুত্র নগরীর ১৬ মহারাজা রোডের বাসিন্দা  রাশিদুল আলম রাসেল(৪২)। এসময় তাদের নিকট থেকে ২৪০ (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০২২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তগণ নিজেরা নিয়মিতভাবে ইয়াবা সেবনের পাশাপাশি র্দীঘদিন ধরে পারস্পারিক যোগসাজশে ইয়াবা কেনা বেচায় জড়িত রয়েছেন বলেও স্বীকার করেছেন।  তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ময়মনসিংহের কোতোয়ালী থানায়  নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের কার্যালয়-২ ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার কর্মকর্তা।

এদিকে উক্ত মাইলফলক অভিযান সফল করায়  ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন  কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও মাদক উদ্ধার কার্যক্রম জোরদার করতে সকলকে নির্দেশনা প্রধান করেন এবং একই সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে পরিচালিত আভিযানিক র্কাযক্রম সফল করতে মাদক সেবন ও কেনা বেচায় জড়িত ব্যক্তিদের বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য দিয়ে সহযোগীতা করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান তিনি।