ময়মনসিংহে আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন 

মো: আরিফ রববানী,ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র,বীরমুক্তিযোদ্ধা  শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে  পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে  শুক্রবার (৫আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র,বীরমুক্তিযোদ্ধা  শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় নগরীর টাউনহল প্রাঙ্গনে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুত্র শেখ কামালসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিল পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায়  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে  ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত  সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় শেখ কামালের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টজু, আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব ইমদাদুল হক সেলিম, জেলা আওয়ামীলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এডভোকেট জিয়াউল হক সবুজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, জেলা  ছাত্রলীগের  সাবেক সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর হিমেল, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাহিদা ইকবাল, কাউন্সিলর রোকেয়া হোসেন, সাধারন সম্পাদক সেলিনা রশিদ, জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক মন্ডল, সাধারন সম্পাদক তানভীর আহমেদ রাজিব, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, জেলা যুব মহিলালীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, জেলা যুবলীগ নেতা কাজী মিল্টন, কোতুয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক দিলরুবা আক্তার, যুগ্ন আহবায়ক জেবিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস ১৫ই আগষ্ট জাতির জনক ও উনার পরিবার সহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশের  রাজনৈতিক, ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে এক উজ্জল নক্ষতের নাম শেখ কামাল। তিনি দেশের জন্য জীবন দিয়ে গেছেন। তিনি আবাহনীর সভাপতি হিসাবে খেলাধুলাকে দেশ বিদেশে পরিচিত করেন। আগামী ৮ আগষ্ট বেগম ফজিলাতুননেচ্ছা মুজিবের জন্মদিন অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহন করার জন্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আহবান জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা বলেন, স্বাধীনতা বিরোধীচক্র হায়েনাদের বর্বোরোচিত হামলায় জাতির জনক সহ উনার পরিবারের সদস্যদের সাথে শেখ কামাল শহীদ না হলে আজ হয়ত দেশ পরিচালনায় থাকতেন।  তিনি শহীদ শেখ কামাল সহ জাতির জনকের পরিবার সহ সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করেন। তিনি আক্ষেপ করে বলেন, পখিরও বাসা আছে কিন্তু ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোন অফিস নাই। আমাদেরকে রাস্তায়, এখানে সেখানে অনুষ্ঠান করতে হয়। তিনি বলেন, রহিঙ্গাদের ঠাই হয়, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অফিস করার মত জায়গা পাওয়া যায়না। এভাবে আর চালতে পারেনা। অধিকাংশ রাজনৈতিক দলের অফিস আছে, স্বাধীনতার পক্ষের ক্ষমতাসীন রাজনৈতিক দল জেলা আওয়ামীলীগের অফিস নেই এটি বড়ই দুর্ভাগ্য। তিনি বলেন, খুব শিগ্রই আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।