মিয়ানমার থেকে পরমাণু উপকরণ পাচারের অভিযোগে অভিযুক্ত জাপানি অপরাধ চক্রের এক নেতা বুধবার দোষী সাব্যস্ত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
জাপানের বিচার বিভাগ জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনে ইউরেনিয়াম ও অস্ত্র-গ্রেড প্লুটোনিয়ামসহ পারমাণবিক উপকরণ পাচারের জন্য সহযোগীদের একটি নেটওয়ার্কের সাথে ষড়যন্ত্রের জন্য জাপানের ৬০ বছর বয়সী তাকেশি এবিসাওয়া দোষী সাব্যস্ত হয়েছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অস্ত্র পাচারের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন এবিসাওয়া।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে মার্কিন কর্তৃপক্ষ জাপানি “ইয়াকুজা” অপরাধী নেতার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রে ইরানের প্রত্যাশিত ব্যবহারের জন্য মিয়ানমার থেকে পারমাণবিক উপকরণ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনে।
এর আগে ২০২২ সালে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চোরাচালান ও আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি এডওয়ার্ড কিম বলেন, ‘ফেডারেল আদালতে তিনি যেমন স্বীকার করেছেন, তাকেশি এবিসাওয়া নির্লজ্জভাবে বার্মা (মিয়ানমার) থেকে অস্ত্র-গ্রেড প্লুটোনিয়ামসহ পারমাণবিক উপাদান পাচার করেছেন।
“একই সময়ে, তিনি বার্মার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মতো ভারী শুল্ক অস্ত্রের বিনিময়ে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে হেরোইন এবং মেথামফেটামিন পাঠানোর জন্য কাজ করেছিলেন এবং নিউইয়র্ক থেকে টোকিও পর্যন্ত মাদকের অর্থ পাচার করেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান এবং থাইল্যান্ডের কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার মাধ্যমে এবিসাওয়ার চক্রান্ত সনাক্ত এবং বন্ধ করা হয়েছিল।
ওয়াশিংটন / কনিষ্ক সিং