ময়মনসিংহে শিক্ষার্থীদের সমাবেশ,বিক্ষোভ মানলো না পুলিশি বাধা

ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’(আমাদের নায়কদের স্মরণ) কর্মসূচি  পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরের টাউন হল মোড়ে- ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদ, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার ও ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে ঘোষণা দেওয়া পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরের টাউন হল চত্বরে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কর্মসূচির আয়োজন করা হয়।

আজ কর্মসূচি শুরু হওয়ার আগে পুরো এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা সোয়া ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গকূল সূত্রধর মানিক, আনোয়ার হোসেন ও আরিফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন শিক্ষার্থীর এক দল সমাবেশস্থলে আসেন। তখন পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রধান সমন্বয়ক আশিকুর রহমান মিছিল নিয়ে আসেন। আনন্দ মোহন কলেজে যাওয়ার সড়কের মুখে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা টাউন হল চত্বরে আসেন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আরও শিক্ষার্থী এসে সেখানে জড়ো হন।

 নিহত ব্যক্তিদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করার পর কর্মসূচি চলাকালে সড়কে এঁকে দেওয়া হয় প্রতিবাদী স্লোগান। শিক্ষার্থীদের হাতে ছিল ফেস্টুন। কবিতায়, গানে, কথায় প্রতিবাদ চলতে থাকে। হত্যার বিচার, নির্যাতনের বর্ণনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন বক্তারা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরা এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।