– শামিম ইশতিয়াক
বিদেশী ভাষা রক্তে আমার
বিদেশী ভাষাই প্রান,
শহিদ মিনারে খালি পায়ে
কেন প্রভাতফেরির গান?
খাটি বাংলা বলতে আমার
লজ্জা ভীষণ লাগে,
ভীন্নভাষী সংস্কৃতিটা
আমার ভেতর জাগে।
রফিক জব্বার রক্ত দিলো
ভুলে তাহা গেছি,
বাংলা ভাষায় লজ্জা ভীষন
চেতনায় ভীনদেশী।
ভাষাপ্রীতি দেখিয়ে বলো
লাভটা কি হবে?
হিন্দি ইংলিশ শুনে সবে
সুশীল যে বলবে।
বায়ান্নর তাজা রক্ত
মুছে ফেলো তুমি?
নেই অধিকার মাতৃভাষার
এটা শহিদের জন্মভূমি।