ছেলেবেলা

ছেলেবেলা
– জাকারীয়া খালিদ

ছেলেবেলার কত স্মৃতি
মনে পড়ে হায়,
মন চায় ফিরে যেতে
আবার ছোট্ট বেলায়।

দাড়িয়াবান্দা আর গোল্লাছোট
খেলেছি দল বেঁধে,
চড়ুইভাতী খেয়েছি কতো
ছোট্ট পাতিলে রেধে।

লাঠি নিয়ে বাহাদুরী
দেখাতাম পুকুর পাড়ে,
কার কয়টা পড়লো বাড়ি
বেঙের ছোট্ট ঘাড়ে।

মারামারিও কম করিনি
এখনও গালে দাগ,
বকা খেতাম ঘরে গিয়ে
মা করতো রাগ।