ভালুকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার বদলির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

ভালুকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার বদলির দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

 মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেলী শারমিন কর্তৃক স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে মিথ্যাচার, করোনার টাকা আত্মসাৎ, হাসপাতালের স্টাফ, রোগী ও স্বজনদের সাথে অসদাচরণের প্রতিবাদে স্বাস্থ্য কর্মকতার শাস্তি এবং বদলীর দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।

বুধবার (১৭ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে স্বাস্থ্য কর্মকতার শাস্তির দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় মু্ক্তিযোদ্ধা সংসদ,মু্ক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি ভালুকা বাসটান্ড চত্বরে অবস্থান নিয়ে কয়েক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবহন আটকা পড়ে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পরে প্রশাসনের ঊর্ধ্বগত কর্মকতাদের আশ্বাসে মহাসড়ক অবরোধ কর্মসূচী তুলে নেয়া হয়। ডাঃ সোহেলী শারমিনকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা দাবি জানান স্থানীয় মু্ক্তিযোদ্ধারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।