মেজর আফসার উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে ভালুকায় কৃষিমন্ত্রী ড.আ. রাজ্জাক

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার (০৬ সেপ্টেম্বর ২০১৯) ইং তারিখে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের সংগঠক, কিংবদন্তী মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার প্রয়াত মেজর আফসার উদ্দিনের ২৬তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড.আ. রাজ্জাক।

কৃষিমন্ত্রী ভাসনে বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়বো। যারা মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করে না, যারা দেশকে পাকিস্তানের অঙ্গ রাষ্ট্র বনানোর পরিকল্পনা করছিলো, তারা এখনও নানা যড়যন্ত্রে লিপ্ত। তারা ১০৭৫সালে বঙ্গবন্ধুকে স-পরিবারে হত্যা করেছিলো এটা বিশ্ব ইতিহাসের জগন্যতম হত্যাকান্ড। খুনিরা শিশু বাচ্চা শেখ রাসেল কেউ ক্ষমা করেনি।

উক্ত অনুষ্ঠান স্মরণসভা থেকে জনসভায় রুপান্তর হওয়ার কারণে ভালুকাবাসীকে অভিনন্দন জানান কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমাল উকিল (এমপি), স্থানীয় সাংসদ ও মেজর আফসার উদ্দিনের ছেলে কাজিমউদ্দিন আহম্মেদ ধনু (এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

 

পোস্ট- মোমিন তালুকদার