ভালুকার ইমরান পাচ্ছেন পুলিশের সর্বোচ্চ সম্মান জনক পদক

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকার গর্ব সালেহ ইমরান বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক পদক (বিপিএম- সেবা) ভূষিত হয়েছেন।

ভালুকার এই কৃতি সন্তান বর্তমানে পিবিআইয়ে কর্মরত অত্যান্ত মেধাবী, পরিশ্রমী,সৎ ও চৌকষ একজন পুলিশ কর্মকর্তা হিসাবে দেশব্যাপী ব্যাপক প্রসংশিত হয়েছেন।

আসছে ৩রা জানুয়ারী( ২০২৩) ইং পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর নিকট থেকে বিপিএম সেবা পদক গ্রহন করবে।

উল্লেখ্য ২০২২ সালে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটন,অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা, কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃংখলামূলক আচরনের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মানজনক পদক (বিপিএম) সেবা পদে ভূষিত হয়েছে।