আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিতে সরকারের এ সিদ্ধান্ত-মিজাবে রহমত

স্টাফ রিপোর্টারঃ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত । রবিবার(১লা জানুয়ারী) সকালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ইউএনও মিজাবে রহমত বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করতেই বর্তমান সরকারের এমন উদ্যোগ।

সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মিজাবে রহমত ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, জেলা পরিষদ সদস্য মেজবাউল আলম চৌধুরী রুবেল, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও সালমা আক্তার কাকন, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উল্লেখ্য-এবার দেশব্যাপী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ চার ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।